ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এটিএম বুথ স্থাপনে অনুমোদন লাগবে না : বিবি

প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম বুথ স্থাপনের শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক। আগে এটিএম বুথ স্থাপন করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হতো। তবে এখন আর কোন অনুমোদন লাগবে না। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, তবে বুথ স্থাপনে ব্যাংকের পরিচালনা পর্ষদেও অনুমোদন নিতে হবে।

এতে সর্তক করে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে কোন অনিয়ম, ভাড়া নিয়ে জালিয়াতির প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে বুথের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এসএ/আরএস