ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আবারও বিএবির দায়িত্বে নজরুল

প্রকাশিত: ১১:৪০ এএম, ১২ জানুয়ারি ২০১৫

ফাইল ফটো- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নজরুল ইসলাম মজুমদার (বামে)

আবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ি নজরুল ইসলাম মজুমদার।

সোমবার বিএবি দপ্তরে নির্বাহী কমিটির সভায় তাকে নতুন করে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। দেশের বেসরকারি ব্যাংক সমূহের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর ১৭৪তম নির্বাহী কমিটির সভা ছিলো সোমবার।

বিএবির চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে পুনঃ নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। একই সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান আবু নাসের মো. আব্দুজ জাহের। অপর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ।

জানা গেছে, নজরুল ইসলাম মজুমদার তার বর্তমান মেয়াদে বিএবিকে সফলভাবেই নেতৃত্ব দিয়েছে। তার নেতৃত্বে ব্যাংক খাতের সঙ্গে জড়িতরা সন্তুষ্ট হয়ে আবার দায়িত্ব দিয়েছেন।

নজরুল ইসলাম মজুমদার শুধু ব্যাংক খাতে পরিচালনায় ব্যবসাকেই গুরুত্ব দেননি। দেশের আর্থ সামাজিক উন্নয়নেও ব্যাংক খাতকে নিয়ে পাশে দাড়িয়েছেন। বিডিআর হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারের পাশে তিনি ব্যাংক খাতকে নিয়ে দাড় করিছেন। এছাড়াও রানা প্লাজায় হতাহতদের পাশে, শীতার্তদের পাশে ব্যাংক খাতকে মানবিক ভাবে নিয়ে গেছেন তিনি।