এসডিজি অর্জনে বাংলাদেশ ১১৮তম
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের তালিকায় বিশ্বে বাংলাদেশ ১১৮তম স্থানে রয়েছে। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক’ (এসডিএসএন) এবং ‘বার্টেলসম্যান স্টিফটাং’ নামক দুটি প্রতিষ্ঠান প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার প্রথম স্থানটি দখলে রেখেছে সুইডেন। তারপরেই রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও নরওয়ে। শীর্ষদশ দেশের মধ্যে জি-৭-এর সদস্য আছে কেবল জার্মানি (ষষ্ঠ) ও যুক্তরাজ্য (দশম)।
মোট ১৪৯টি দেশের ওপর এ জরিপ চালানো হয়। ২০১৬ সালে এসে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলো কতটুকু সফল হয়েছে তা দেখানো হয়েছে জরিপে। তাতে বৈশ্বিক টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যমাত্রাকে মানদণ্ড হিসেবে ধরা হয়।
এতে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়। জরিপে দেখানো হয়েছে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কমবেশি সব দেশই চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।
তালিকায় দক্ষিণ এশিয়ায় ভারত (১১০), পাকিস্তান (১১৫) ও মিয়ানমারের (১১৭) অবস্থান বাংলাদেশের ওপরে। তালিকায় সবচেয়ে তলানিতে আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও লাইবেরিয়া। সূত্র : ইকোনমিক টাইমস।
বিএ/এমএস