ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পুঁজিবাজারের তথ্য বিনিয়োগকারীদের জানা জরুরি

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৭ জুলাই ২০১৬

বিনিয়োগকারীদের সঠিক ভূমিকা পালনের জন্য পুঁজিবাজার সম্পর্কে বিভিন্ন তথ্য জানা জরুরি। আর তথ্যগুলো সহজ প্রাপ্তি নিশ্চিত করার জন্য ডিএসইতে মোবাইল অ্যাপসটি চালু করা হয়েছে।

রোববার ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত ডিএসই মোবাইল অ্যাপস এর উপর বিনিয়োগকারী সচেতনতা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, সময়ের সাথে সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের অবকাঠামোগত অনেক পরিবর্তন এসেছে। ডিএসই ক্রাইআউট ট্রেডিং সিস্টেম থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ট্রেডিং সিস্টেম চালু করেছে। যেখানে অত্যাধুনিক অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এবং অন্যান্য সিস্টেম রয়েছে। এছাড়াও ডিএসই বিনিয়োগকারীদের সুবিধার্থে সর্বশেষ হালনাগাদ তথ্যগুলো প্রকাশ করছে, যা পরবর্তীতে আরো সমৃদ্ধ করা হবে।
   
ডিএসইর এমডি বলেন, এই মোবাইল অ্যাপসের উদ্দেশ্য হলো বিনিয়োগকারীরা যেন যে কোন অবস্থান থেকে লেনদেন করতে পারেন। এজন্য অ্যাপস এর সাফল্য বিনিয়োগকারীদের উপর নির্ভর করছে। এই অ্যাপসের আরো উন্নয়নের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে ফিডব্যাক প্রয়োজন রয়েছে।

পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে অ্যাপসটিতে বিভিন্ন সুবিধা সংযোজন করে এটিকে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে নিয়ে যেতে ডিএসইর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
 
ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ নিজাম উদ্দিন আহমেদ এক প্রেজেন্টেশনের মাধ্যমে ডিএসই মোবাইল অ্যাপস ব্যবহার বিধি এবং বিভিন্ন সুযোগ সুবিধা উপস্থাপন করেন।
 
ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা আবদুল মতিন পাটওয়ারী বলেন, ডিমিউচ্যুয়ালাইশনের পর ডিএসইর একটি উদ্দেশ্য ছিল প্রযুক্তির দিকে ধাবিত হওয়া। এর অংশ হিসেবে ডিএসই নতুন ট্রেডিং সিস্টেম চালু করেছে। এছাড়াও ডিএসইর বিজনেস ডেভেলপমেন্ট টিম গঠন করেছে। বিনিয়োগকারীরা যদি এই অ্যাপসটি ব্যবহার করে তাহলেই ডিএসই’র উদ্যোগ সফল হবে।
 
এসময় ডিএসই প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. জিয়াউল করিম, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন এবং ব্যবস্থাপক  ওয়াসি আজম উপস্থিত ছিলেন।

এসআই/এসকেডি/পিআর