ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সন্ত্রাসী হামলায় পোশাক খাতে প্রভাব পড়বে না : বিজিএমইএ

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৪ জুলাই ২০১৬

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় তৈরি পোশাক রফতানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিদেশি ক্রেতারা। সোমবার রাজধানীর কারওয়ানবাজারে ঈদুল ফিতর সামনে রেখে পোশাক শিল্প খাতের শ্রম পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, ‘শুলশানে যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়। ঘটনায় দেশের তৈরি পোশাক শিল্পে প্রাথামিকভাবে একটি প্রভাব আসতে পারে। তবে ইতোমধ্যে বড় বড় বেশ কয়েকজন ক্রেতা তাদের ব্যবসা কমাবে না বলে আমাদের জানিয়েছেন। ফলে প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা আসলেও খুব বেশি প্রভাব আসবে না।’

সিদ্দিকুর রহমান বলেন, রানা প্লাজাসহ বিভিন্ন ঘটনায় আমাদের পোশাক খাতে প্রথমিক ধাক্কা লেগেছিল। আমরা তা কাটিয়ে উঠেছি। আশা করছি এ ঘটনার প্রভাবও আমরা মোকাবেলা করতে পারবো।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক রয়েছেন। বাকি তিনজন বাংলাদেশি।

এসআই/আরএস/পিআর

আরও পড়ুন