ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

উন্নয়ন ব্যয় দরকার হলেও বাড়ছে অনুন্নয়ন ব্যয় : সিপিডি

প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৩ জুন ২০১৬

প্রস্তাবিত বাজেটে (২০১৬-১৭ অর্থবছর) উন্নয়ন ব্যয়ের তুলনায় অনুন্নয়ন খাতে ব্যয় বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০১৬-১৭ : সিপিডির পর্যালোচনা’ শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, সাধারণত বাজেট অনুন্নয়ন ব্যয়ের চেয়ে উন্নয়ন ব্যয় বাড়নো দরকার। কিন্তু আমাদের বাজেটে উন্নয়ন ব্যয়ের চেয়ে অনুন্নয়ন ব্যয় তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এটি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে বাজেটে উন্নয়ন ব্যয় বেশি বরাদ্দ রাখা দরকার বলেও মন্তব্য করে তিনি।

তিনি আরো বলেন, নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি, রফতানি আয়ে প্রবৃদ্ধিসহ বেশ কিছু কারণে এবারের বাজেট প্রণয়ন তুলনামূলক স্বাচ্ছন্দময় হয়েছে। তাই সরকার বাজেট বড় করতে পেরেছে। তবে বাজেটে ব্যক্তিখাতে বিনিয়োগ, নতুন কর্মসংস্থান তৈরিসহ অনেক খাতের জন্য ইতিবাচক পরিকল্পনা অনুপস্থিত থাকায় বাজেট বাস্তবায়ন কষ্টস্বাধ্য হয়ে যাবে।

এছাড়া প্রস্তাবিত এবারের বাজেটকে তিনি অনেক বড় মনে করছেন না। তার মতে, দেশের পুরো অর্থনীতি বড় হচ্ছে। সেই সাপেক্ষে বাজেটের আকার বাড়বে এটাই স্বাভাবিক। তাই এটা নিয়ে খুব বেশি উচ্ছাসের কিছু নেই। বাজেট নিয়ে যারা ঐতিহাসিক, সাহসী বাজেট বলেছেন তাদের জানা থাকা উচিত দেশের অর্থনীতি বড় হচ্ছে।

সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক ড গোলাম মোয়াজ্জেন হোসেন, রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত রয়েছেন।

এএস/আরএস/এমএস

আরও পড়ুন