ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আপাতত কার্যকর হচ্ছে না ভ্যাট আইন

প্রকাশিত: ১১:৩৩ এএম, ০২ জুন ২০১৬

প্রস্তাবিত নতুন ভ্যাট আইন আপাতত কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।  

অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা আগের নিয়মেই ভ্যাট দেবেন। তবে সিম কার্ড ব্যবহারে দুই শতাংশ সম্পূরক শুল্ক বাড়ছে।
 
এর আগে চলতি বছরের ১ জুলাই থেকে ভ্যাট আইন-২০১২ কার্যকর হওয়ার কথা ছিল। এই আইন কার্যকর হলে প্রতি লেনদেনের বিপরীতে ব্যবসায়ীদের ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। আইন কার্যকরের আগে ব্যবসায়ীরা পণ্য বিক্রির ওপর নির্দিষ্ট হারে প্যাকেজ ভ্যাট দিত।
 
এই আইনটি কার্যকরের প্রতিবাদে সম্প্রতি এক ঘণ্টা দোকান বন্ধ করে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
 
এআর/এএইচ/পিআর

আরও পড়ুন