ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সোনালী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের আলটিমেটাম

প্রকাশিত: ০১:২০ পিএম, ২১ জুলাই ২০১৪

বাংলাদেশ ব্যাংক হলমার্কের অনিষ্পন্ন বিলগুলো নিষ্পত্তি করতে সোনালী ব্যাংককে আলটিমেটাম দিয়েছে।

সোমবার ব্যাংকার্স সভা শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রয়াত্ত ব্যাংকটির প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এস কে সুর চৌধুরী বলেন, সোনালী ব্যাংকের কাছে বিভিন্ন ব্যাংক হলমার্ক সংশ্লিষ্ট ১ হাজার ৭৫৬টি বিল পায়। তিন ধাপে এই বিলগুলোকে পরিশোধ করতে বলা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩০০, পরবর্তী দুটি ধাপে ৭০০ করে বিল পরিশোধ করতে বলা হয়। যদি সোনালী ব্যাংক যথাসময়ে এই বিল পরিশোধ করতে না পারে তাহলে তাদের প্রতি কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের সভাপতি আলী রেজা ইফতেখার বলেন, সোনালী ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান নিয়েছে। আশা করছি এই বিষয়টি খুব দ্রুত সমাধান হবে।