১৭ ঘণ্টা পর আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট চালু

আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে শুক্রবার রাতে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ১৭ ঘণ্টা পর আজ শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একটি ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
- আরও পড়ুন
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
কিছুদিনের মধ্যেই বাংলাদেশকে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি
তিনি জানান, আদানির একটি ইউনিউ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চালু হয়েছে। সেখান থেকে বিদ্যুৎ আসছে। তবে আরেকটি ইউনিট কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা দেখিনি। তবে অনুমান করছি সাত দিনের মতো সময় লাগতে পারে।
আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এনএস/এমআইএইচএস/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - অর্থনীতি
- ১ ২২ এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে কোহিনুর কেমিক্যালের বক্তব্য
- ২ বিএসইসি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ
- ৩ আইফার্মারের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু পাইওনিয়ার ফ্যাসিলিটির
- ৪ এসএমই খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে: শিল্প উপদেষ্টা
- ৫ ভুটানের সঙ্গে কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা