ঈদ বাজার
জামা-কাপড়ের সঙ্গে শিশুদের বায়না রঙিন খেলনায়

ঈদ উৎসবে সোনামণিদের আনন্দটাই বেশি, সন্তানের আনন্দে খুশি হন বাবা-মাও। তাই, ঈদ এলে শিশুদের কেনাকাটার ধুম পড়ে সবার আগে।পছন্দের জামা-প্যান্ট-জুতা-ঘড়িসহ আনুষঙ্গিক জিনিসপত্র কিনে দেওয়ার পরও শিশুদের বায়না থাকা খেলনায়। আবদার মেটাতে কিনে দেন বাবা-মাও।
শনিবার (২২ মার্চ) বেলা ১১টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর ধানমন্ডি অবস্থিত মেট্রো শপিংমল ও এ.আর প্লাজা এবং বিকেলে শ্যামলী স্কয়ার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, ছুটির দিনে সকাল থেকেই বিক্রির আশায় দোকান খুলে বসে আছেন ব্যবসায়ীরা। কিন্তু প্রত্যাশার তুলনায় মার্কেটগুলোতে ক্রেতা কম। হাতেগোনা দু-একজন ক্রেতা বিভিন্ন শো-রুমে ঘোরাঘুরি করলেও অধিকাংশ দোকানিই ছিল ক্রেতাশূন্য। তবে বিকেল নাগাদ অনেককেই সপরিবারে কেনাকাটা করতে আসতে দেখা গেছে। অনেক বাবা-মাকে সন্তানের জন্য পছন্দের পোশাক সন্ধান করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে রাজধানীর ধানমন্ডি মেট্রো প্লাজায় কেনাকাটা করতে আসা শামসুদ্দিন মানিক বলেন, ছেলের জন্য পাঞ্জাবি-পায়জামা ও মেয়ের জন্য জামা কিনতে এসেছি। এখনো পছন্দ মতো পেলে কিনবো। তবে, শুধু পোশাক কিনলে হবে, ওদের বায়না পূরণে খেলনাও কিনতে হবে। মেয়ে খেলনা কেনার জন্য বায়না ধরেছে।
- আরও পড়ুন
ক্রেতাশূন্য ছোট ছোট শপিংমল, হতাশ ব্যবসায়ীরা
ভারতের শাড়ি ও পাকিস্তানের সারারা-গারারার চাহিদা বেশি
বাবা-মায়ের সঙ্গে কেনাকাটা করতে শ্যামলী স্কয়ারে এসেছে ৪ বছরের শিশু রাফি। জানতে চাইলে রাফি বলেন, ঈদের জন্য নতুন জামা-প্যান্ট কিনতে এসেছি। ঘড়ি-পাঞ্জাবিও কিনবো।
বিজ্ঞাপন
রাজধানীর আগারগাঁও থেকে বাবা-মায়ের সঙ্গে শ্যামলী স্কয়ারে আসে শিশু সাবিহা। সাবিহার বাবা জাকির হোসেন বলেন, ঈদের সময় নিজের জন্য কিছু না কিনলেও বাচ্চাদের জন্য কেনাকাটা করতে হয়। বাচ্চারা নতুন জামা-কাপড় পরে ঘোরাঘুরি করলেও ভালো লাগে। এটাই আমাদের ঈদ, এতেই আমাদের আনন্দ।
শ্যামলী স্কয়ারে কথা হলে শিশু পণ্যের দোকান সু-আদের বিক্রয়কর্মী মিতু বলেন, বিক্রিই নেই। তারপরও টুকটাক যা বিক্রি হচ্ছে সেগুলো ইন্ডিয়া ও পাকিস্তানের পণ্য।
বিজ্ঞাপন
এ ডি এস লেদারের বিক্রয়কর্মী বলেন, বিগত দিনগুলোর তুলনায় আজ কিছুটা বিক্রি বেড়েছে। শিশুদের জুতা-স্যান্ডেলের কিছুটা চাহিদা বেড়েছে।
- আরও পড়ুন
মেয়েদের পছন্দ পাকিস্তানি থ্রি পিস, ছেলেদের কাশ্মীরি পাঞ্জাবি
বাড়ছে ভিড়, সাধ্যের মধ্যে মিলছে না পছন্দের পোশাক
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সেই হিসেবে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ঈদ উপলক্ষে আগেই পাঁচদিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখন নির্বাহী আদেশে ৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয়দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কেআর/এমএএইচ/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - অর্থনীতি
- ১ ড্যাপের বৈষম্য নিরসনে রাজউক চেয়ারম্যানকে ভূমি মালিকদের স্মারকলিপি
- ২ আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ ভ্রমণে বাধা নেই
- ৩ টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা
- ৪ ডিম-মুরগির দাম ‘কমে যাওয়ায়’ প্রান্তিক খামারিদের ৬ প্রস্তাব
- ৫ ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ