সাত মাসে প্রবাসী আয় বেড়েছে ২৩.৬০ শতাংশ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৩ দশমিক ৬০ শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে অর্থ মন্ত্রণালয়ের উপস্থাপন করা পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল থাকায় এবং প্রবাসে নিয়োগের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রবাসী আয়ের গতি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
- আরও পড়ুন
৬ মাসে কমেছে মূল্যস্ফীতি, বাড়তি ভ্যাটে দাম বাড়বে রমজানে
৮ দিনে এলো ৮১৭৪ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি সময়ে প্রতি মাসে গড়ে এক লাখের বেশি কর্মী বিদেশে পাঠানো সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে তুলনায় যা ২৩ দশমিক ৬০ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। জানুয়ারি মাসে যা বৃদ্ধি পেয়ে ২৫ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে (২৯ জানুয়ারি পর্যন্ত) দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
এমইউ/কেএসআর
বিজ্ঞাপন