ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে স্যাটেলাইট ট্রান্সমিটার যুক্ত কুমির অবমুক্ত

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

সুন্দরবনে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত একটি কুমির অবমুক্ত করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে বনের চরাপুটিয়া খালে ১২ বছর বয়সের কুমিরটি অবমুক্ত করা হয়।

বিশ্ব ব্যাংকের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করছেন আইইউসিএন (আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ও বনবিভাগ। মূলত, কুমিরের গতিবিধি নিয়ে গবেষণায় কাজ করছেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত এ কুমির অবমুক্তকালে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞ ড. রুচি, আইইউসিএন প্রতিনিধি মি. দীপু ও বনবিভাগের কর্মকর্তা মো. আজাদ কবির।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, বিলুপ্তপ্রায় লবণ পানি প্রজাতির কুমিরের গতিবিধি নিয়ে গবেষণার জন্য এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর আগে গত বছরের মে মাসে সুন্দরবনের ভদ্রায় দুটি ও হাড়াবাড়ীয়ায় দুটি কুমির অবমুক্ত করা হয়েছিল। অবমুক্ত করা সেই কুমিরের গতিবিধি সংরক্ষণ ও সেটি নিয়ে গবেষণা চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস

বিজ্ঞাপন