মোংলায় নিলামে উঠছে ব্র্যান্ডের ৭০ গাড়ি
আমদানিকারকরা ছাড় না করায় নিলামে উঠছে মোংলা বন্দরে আটকে থাকা ৭০টি নামিদামি রিকন্ডিশন্ড গাড়ি। সোমবার (২০ জানুয়ারি) এসব গাড়িকে নিলামে তোলা হবে।
জানা গেছে, গাড়িগুলো বিক্রির জন্য এরইমধ্যে মোংলা কাস্টমস হাউজে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এসব গাড়ির মধ্যে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, প্রাডো ল্যান্ড ক্রুজার, ভেসেল ও হ্যারিয়ারসহ ৭০টি নামিদামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্র্যাফিক বিভাগ জানায়, মোংলা বন্দরে আমদানির পর কার ইয়ার্ড ও বিভিন্ন শেডে রাখার নির্ধারিত সময়সীমা ৩০ দিন। সময়সীমা অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মাকরুজ্জামান জানান, পদ্মা সেতুর সুবাদে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বন্দরে গাড়ি আমদানি বেড়েছে। তবে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসের পর দীর্ঘদিন ছাড় না করায় দ্রুত এসব গাড়ি কাস্টমসকে নিলামের মাধ্যমে বিক্রির তাগিদ দেওয়া হয়েছে। একইসঙ্গে দীর্ঘদিন পড়ে থাকায় বন্দরের শেডে জায়গার অপচয়ের পাশাপাশি গাড়িগুলো অকেজো হচ্ছে বলেও জানান তিনি।
আবু হোসাইন সুমন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী