ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুর

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে ৮

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের তিনদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শেরপুরের একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ, নাজিমুদ্দিনের ছেলে গোলজার হোসেন, নীলফামারীর নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম, দিনাজপুরের মোটা বাবুর ছেলে শ্যামল চন্দ্র, গিরিশ চন্দ্রের ছেলে খগেন চন্দ্র, রংপুরের মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম, গাইবান্ধার নুরুন্নবী মিয়ার ছেলে নুর মওলা এবং ঝিনাইদহের দিলিপ দেবনাথের ছেলে দেবনাথ।

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে ৮

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে জনবল নিয়োগের জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি শুক্রবার লিখিত পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় অংশ নেওয়া আটজনকে প্রক্সি হিসেবে শনাক্ত করে কর্তৃপক্ষ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি দল তাদের আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আসিফ ইকবাল/এসআর/এএসএম