ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেলকে চাপা দিলো বাস, নিহত ২

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে তুহিন শেখ (৩০) ও একই গ্রামের নুরু শেখের ছেলে মুকুল শেখ (২৫)।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রথখোলা এলাকায় মাদারীপুরগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আশিক জামান অভি/এসআর/জেআইএম