ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনা

টিকিট কালোবাজারির দায়ে তিনজনের ১০ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে টিকিট কলোবাজারির সময় নাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের জরিমানাসহ ১০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ উপজেলার টেংরাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. খসরু (২৫), একই গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে আবু সাইম (২৫)। এদের মধ্যে খসরু ও সাইমকে ৫০০ টাকা এবং ফুল মিয়াকে ৯০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৭টার দিকে নেত্রকোনায় দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত তিন আসামিকে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রেল পুলিশের সহায়তায় জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এইচ এম কামাল/এসআর/জেআইএম