বাসে আগুন, লকারে পুড়ে ছাই ৩২ ছাগল
সাভারে একটি চলন্ত অ্যাম্বুলেন্স ও দুইটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছে। একইসঙ্গে পুড়ে মারা গেছে বাসের লকারে থাকা ৩২টি ছাগল।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাত দুইটার দিকে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি অ্যাম্বুলেন্স এবং শ্যামলী পরিবহন ও ঝুমুর পরিবহন নামের দুইটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর শ্যামলী পরিবহন বাসের তিনটি লকারে বেশ কিছু ছাগলকে মৃত অবস্থায় পাওয়া যায়, যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে কোনো ব্যবসায়ী গ্রাম থেকে বাসে করে ছাগলগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
ছাগলের সংখ্যা নিয়ে তিনি জানান, দেখে মনে হচ্ছে ৩০-৩২টি ছাগলের অস্তিত্ব রয়েছে।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, যাত্রীবাহী বাসে পশু আনা নেওয়া অপরাধ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাহফুজুর রহমান নিপু/এফএ/এএসএম