গুইমারায় অস্ত্রসহ জেএসএসের দুই কর্মী আটক
পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় অস্ত্র ও গুলিসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস’র (সংস্কার) দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুইমারা বড়পিলাক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জসিম ত্রিপুরা প্রকাশ রুবেল ত্রিপুরা হরকুমার কারবারি পাড়ার বাসিন্দা গৃদ্বিজয় ত্রিপুরার ছেলে এবং মো. মঞ্জুর আলম কলাবাড়ি এলাকার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী-পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী গুইমারার বড় পিলাক বাজার সংলগ্ন চলাচলের রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের অস্ত্র ও গুলিসহ পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এফএ/এএসএম