নড়াইলে কিশোরী হত্যায় একজনের যাবজ্জীবন
নড়াইলে কিশোরী হত্যা মামলায় বাবুল বালা (৪১) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত বাবুল বালা নড়াইল সদর উপজেলার খলিশাখালি গ্রামের রবিন বালার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাতে নড়াইল সদর উপজেলার খলিশাখালি উত্তর পাড়া গ্রামের বাড়ির পাশে পূজা শেষে উন্নতি পাঠক ও তার সঙ্গে থাকা দীপ্তি বালা একই গ্রামের তুতু রাণীকে তার বাড়িতে এগিয়ে দিয়ে আসার পথে বাবুল বালা ও অজ্ঞাতনামা ২-৩ জন অতর্কিতভাবে উন্নতি পাঠককে জাপটে ধরে। এসময় তার সঙ্গে থাকা সঙ্গীয় দীপ্তি বালা বাধা দিলে আসামি দীপ্তিকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে দীপ্তি বালা বাড়িতে গিয়ে উন্নতি পাঠকের মাকে জানায়। পরে উন্নতি পাঠকের বাবা সুজয় ও তার মা অঞ্জলি পাঠককে নিয়ে দ্রুত টর্চলাইট নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাজা রক্ত দেখতে পাই। সারারাত খোঁজাখুঁজি করে তাকে পাই না। পরদিন সকালে নদীর কুলে রক্ত এবং মানুষের পায়ের দাগ দেখেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, সম্ভব্য সব স্থানে খোঁজাখুঁজি করে উন্নতি পাঠককে উদ্ধার করা যায়নি। পরিকল্পিতভাবে অভিন্ন উদ্দেশ্যে তাকে অপহরণ করে হত্যার পর তার মরদেহ গোবরার খাল নামক নদীতে ভাসিয়ে দিয়েছে। এ ঘটনায় ওই বছরের ১১ ফেব্রুয়ারি নড়াইল সদর থানায় উন্নতি পাঠকের দাদা কালিপদ পাঠক মামলা করেন। পরে উন্নতি পাঠকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায়ের ধার্য দিনে আদালত বাবুল বালাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।
হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস