ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে হেফাজতে ইসলামের নতুন আহ্বায়ক কমিটি গঠন

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫

হেফাজতে ইসলামের কক্সবাজার জেলায় ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ধাউনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম মুহাম্মদ মুসলিম। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিব।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক উইংয়ের সদস্য ও যুগ্ম মহাসচিব আল্লামা জুনাইদ আল হাবিব, যুগ্ম-মহাসচিব আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, সংগঠন সচিব মুফতি বশিরুল্লাহর স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয় বলে জানিয়েছেন মাওলানা ইয়াছিন হাবিব।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক হাফেজ ছালামত উল্লাহ, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা আবু বক্কর, মাওলানা মো. আনোয়ার, হাফেজ আবদুল হক, মাওলানা আবছার উদ্দিন।

সদস্য হিসেবে আছেন- মাওলানা মোহসিন শরীফ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হাফেজ কামাল আহমেদ, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা আবু মুছা, মাওলানা সোলাইমান, মাওলানা জামালুল আনোয়ার, হাফেজ শামশুল হক, মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা নুর আহমদ, মাওলানা এমদাদুল্লাহ হাসান, মাওলানা মোস্তফা নুরী, মাওলানা আবুল বশর, মাওলানা শওকত ওসমান কুতুবী, মাওলানা হাফেজ আবুল মনজুর, মাওলানা মনজুর এলাহী, মাওলানা সায়েম হোসেন চৌধুরী, মাওলানা রেজাউল করিম আফজাল ও মাওলানা মনির উল্লাহ প্রমুখ।

সায়ীদ আলমগীর/জেডএইচ/জিকেএস