ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার আট ইট ভাটায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর ও হরিনারায়ণপুরে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার।

অভিযানে এনএসআর ব্রিকসকে তিন লাখ, ফাইভ স্টারকে দুই লাখ, এএফএনআর ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার ও এইচএনআর ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে রিফাতুল ইসলাম বলেন, এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, কুমারখালী উপজেলায় চার ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ভাটার কার্যক্রমের পরিধি বিবেচনায় ইট প্রস্তুত আইনে জরিমানা করা হয়েছে।

আল-মামুন সাগর/এএইচ/এমএস