ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্বশুরবাড়ি গিয়ে আরাম করছিল আসামি, গ্রেফতার করলো পুলিশ

উপজেলা প্রতিনিধি | কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ ১০ মামলার আসামি শাকিল মোল্লাকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এসময় ইব্রাহিম মোল্লা ওরফে রিপন মোল্লা (৩৩) ও সৈকত বিশ্বাস (২৫) নামে তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এছাড়া তাদের হেফাজতে থাকা একটি পিকআপ জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানানো হয়।

শাকিল মোল্লাকে তার শ্বশুরবাড়ি উপজেলার বালুয়াভিটা গ্রাম থেকে ও তার দুই সহযোগীকে উপজেলার কলাপাটুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম ও সৈকতকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার শাকিল মোল্লা উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে। অন্যদিকে, ইব্রাহিম একই গ্রামের মো. জলিল মোল্লার ছেলে ও সৈকত একই ইউনিয়নের ছৈলাদী গ্রামের মৃত স্বপন বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, একটি চোরাই পিকআপ ছিনিয়ে নেওয়ার মামলায় সোমবার গভীর রাতে উপজেলার কলাপাটুয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মোল্লা পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ছিনিয়ে নেওয়া চোরাই পিকআপ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, শাকিল মোল্লা তার শ্বশুরবাড়ি উপজেলার বালুয়াভিটা গ্রামে অবস্থান করে আরাম করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশের অপর এক অভিযানে তাকে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শাকিল মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুর রহমান আরমান/জেডএইচ/এএসএম