ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালে মিললো থানা থেকে লুট হওয়া অস্ত্র

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। ৫ আগস্ট থানায় আক্রমণ করে অস্ত্রটি লুট করা হয়েছিল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সোনাইমুড়ীর নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের ডাকাতিয়া খালের পশ্চিম পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।

মো. ইব্রাহিম আরও বলেন, ৫ আগস্ট একদল সন্ত্রাসী থানায় আক্রমণ করে দুই পুলিশকে হত্যা করে অস্ত্র-গোলা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এমএস