ময়মনসিংহে অসহায়দের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ময়মনসিংহের তারাকান্দায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কাকনী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় শীতবস্ত্র তুলে দেন তিনি।
পরে তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বাৎসরিক যৌথ প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময়সহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সেনাপ্রধান।
এ সময় সেনাবাহিনী সদর দপ্তরের মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স, কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার, ঘাটাইল এরিয়া কামান্ডার, ৭৭ পদাধিকের ব্রিগেড কমান্ডারসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএস