ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জ কোর্ট হাজতে বই পড়তে পারবেন আসামিরা

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জে কোর্ট হাজতে বই পড়ার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাজতখানা লাইব্রেরি উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান। পাঠাগারে ধর্মীয়গ্রন্থ, বিভিন্ন সাহিত্য, কবিতা, গল্পসহ বিভিন্ন ধরনের শতাধিক বই স্থান পেয়েছে।

মুন্সিগঞ্জ কোর্ট হাজতে বই পড়তে পারবেন আসামিরা

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, মুহসিনা হোসেন তুষি, দুরদানা রহমান, শহিদুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ কোর্ট হাজতে বই পড়তে পারবেন আসামিরা

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন জানান, হাজতে আসামিদের অনেক সময় অপেক্ষা করতে হয়। এসময় তারা যে বইয়ের সঙ্গে থেকে জ্ঞান আহরণ করতে পারেন সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম