ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে ৫ দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

বরিশালের আগৈলঝাড়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পাঁচ দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়।

অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে সরকার ট্রেডার্স সারের দোকানে ছয় হাজার টাকা, সৌরভ ট্রেডার্স পোল্ট্রি ফিডের দোকানে দুই হাজার টাকা, মণ্ডল মিষ্টান্ন ভাণ্ডারকে চার হাজার টাকা, শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে সর্দার মেডিকেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শাওন খান/আরএইচ/এমএস