গাজীপুরে বিএনপির বিক্ষোভ
‘সন্ত্রাসী-চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে স্লোগান ছিল—‘সন্ত্রাসী-চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
নগরীর জোরপুকুরপাড় থেকে রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাজবাড়ী সড়কে এ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম। পরে মিছিলটি রাজবাড়ী রেলগেট হয়ে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা নীনা মোস্তাফা, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনি, শামসুদ্দোহা সরকার তাপস, অ্যাডভোকেট শরীফ উদ্দিন, রায়হান আল মাহমুদ রানা, যুবদল নেতা শরিফ আজাদ, ছাত্রদল নেতা ইমরান রেজা, মহিবুর রশিদ মারুফ, মাহফুজ খান প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশবাসী স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা এরইমধ্যে জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এসময় গাজীপুরে যেন কেউ সন্ত্রাস ও চাঁদাবাজি করতে না পারেন, সেজন্য বিএনপির সব নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
আমিনুল ইসলাম/এসআর/জিকেএস