ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫

খুলনার পাইকগাছায় নাশকতা মামলায় কপিলমুনি ইউনিয়নের মেম্বার আলা উদ্দিন গাজীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আগড়ঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ফেরার পথে আওয়ামী লীগের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায় বিএনপি বেশকয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত বছরের ২৯ আগস্ট রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্যসহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জন অজ্ঞাত দেখিয়ে মামলা করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আলাউদ্দিন গাজী নাশকতা মামলার এজাহার নামীয় আসামি। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. আরিফুর রহমান/আরএইচ/জিকেএস