ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় হেলপার হত্যায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫

সোহাগ পরিবহনের হেলপার হত্যা মামলায় হাসান শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ রায় ঘোষণা কবেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

হাসান শেখ সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা মোল্লাবাড়ি এলাকার নুর জামালের ভাড়াটিয়া সাঈদ শেখের ছেলে।

ছেলে হত্যার জন্য বাবা রফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাসান শেখকে গোবরচাকা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ ২০২১ সালের ২৫ এপ্রিল হাসানকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি রাতে গাড়ি পরিষ্কার করে সাব্বির শেখ রিকশাচালক হাসান শেখকে গাজা কেনার জন্য অনুরোধ করেন। গাজার খবর দিতে না পারায় ১৫০ টাকা চুক্তিতে মদ ক্রয়ের জন্য নগরীর বার্মাশীল মোড়ে যান সাব্বির। সেখান থেকে মদ কিনে হাসান শেখের রিকশা করে টাইগার গার্ডেনের সামনে ফিরে আসে। রিকশাচালককে মদ খেতে না দিয়ে বোতল নিয়ে সাব্বির গাড়ির ভেতরে চলে যান। রিকশাভাড়া চাইলে তাকে অকথ্য ভাষায় গালি দেয় সাব্বির। পরে রাগে রিকশার সিটের নিচ থেকে ধারালো ছুরি বের করে সাব্বিরের গলা ও ডানহাতের কব্জির ওপরে আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত হলে হাসান শেখ গাড়ির একটি জানালা খুলে পালিয়ে যায়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম শহিদ বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় হাসান শেখ নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মো.আরিফুর রহমান/আরএইচ/জিকেএস