ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কনকনে শীতে সড়কের পাশে পড়ে ছিলেন সত্তরোর্ধ বৃদ্ধা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

নাটোরের গুরুদাসপুরে সড়কে পড়ে থাকা সত্তরোর্ধ ভারসাম্যহীন এক বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) ভোরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ৭ নম্বর বেডে তিনি কাতরাচ্ছেন। হাত দুখানা কাঁপছিল। স্থানীয়দের ধারণা তাকে স্বজনরা সড়কে ফেলে গেছেন। তার সঙ্গে বালিশ ও বিছানাপত্রও ছিল।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও মোটা কাপড় দেওয়া হয়েছে। তার চিকিৎসার বিষয়টি আমরা তদারকি করছি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, বৃদ্ধার পরিচয় ও ঠিকানা উদ্ধারে কাজ চলছে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুজাউদ্দৌলা জানান, বৃদ্ধার চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। ক্রমশ তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস