ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মধ্যরাতে পুড়ে ছাই কয়েকশো পাখি

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাটে দোকানে অগ্নিকাণ্ডে কয়েকশো পাখি, হাঁস ও মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধারা বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার স্টেশনের টিম লিডার মো. মানিক। তিনি বলেন, দীর্ঘদিন যাবত ধারা বাজারে দুইটি দোকানে কোয়েল পাখি, হাঁস ও মুরগি লালনপালন করতেন এরশাদ। এখানে বাচ্চা উৎপাদন করে বিক্রি করা হতো। রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে সঙ্গে থাকা তার আরেকটি দোকানেও আগুন লাগে।

মধ্যরাতে পুড়ে ছাই কয়েকশো পাখি

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো পাখি ছাড়াও হাঁস ও মুরগির বাচ্চা। এছাড়া ডিম থেকে বাচ্চা ফোটানোর ইনকিউবেটর মেশিনটিও পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস