হাসপাতালের চারতলা থেকে লাফ দিলেন রোগী
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা থেকে লাফ দিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
ওই রোগীর নাম শ্রী দিবাকর দাস (৪৮)। তিনি বীরগঞ্জ উপজেলার সুজালপুর মাষ্টারপাড়া গ্রামের সীতানাথ দাসের ছেলে।
কোতয়ালী থানার এসআই মনিরুজ্জামান জানান, শ্রী দিবাকর দাস মাথার সমস্যা নিয়ে বীরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ২ জানুয়ারি তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মাথার যন্ত্রণা সইতে না পেরে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডের বেলকনিতে গিয়ে লাফ দেন। এতে নিচে পড়ে মারা যান। তাদের পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন যে তিনি আত্মহত্যা করেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমদাদুল হক মিলন/জেডএইচ/জেআইএম