ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সবাই মিলে প্রিয় বাংলাদেশকে সাজাতে চাই: জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে প্রিয় বাংলাদেশকে সাজাতে চাই। কোরআনের ভিত্তিতে দেশ যখন সাজবে তখন বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। এদেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নাটোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে পাবনার ঈশ্বরদী উপজেলার নতুনহাট গোলচত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় জামায়াতের আমির আরও বলেন, আমাদের সন্তানরা স্লোগান দিচ্ছে—‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’। এদেশের মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

তিনি বলেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হবে।

এর আগে ডা. শফিকুর রহমানকে ঈশ্বরদীর মুলাডুলি থেকে মোটর শোভাযাত্রা সহকারে উপজেলার নতুন হাট গোল চত্বরে আনা হয়।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা জেলার আমির আবু তালেব মণ্ডল, উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি সাইদুল ইসলাম প্রমুখ।

শেখ মহসীন/এসআর/এএসএম