ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গা

অবৈধভাবে মজুত করে রাখা হাজার বস্তা সার জব্দ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা সার জব্দ এবং ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অবৈধভাবে মজুত করে রাখা হাজার বস্তা সার জব্দ

অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার ও অতিরিক্ত কৃষি অফিসার।

অভিযানের সময় বাসস্ট্যান্ড বাজারে অবস্থিত মেসার্স আমিরুল ট্রেডার্সের মালিক আমিরুল ইসলামের গুদামে অবৈধভাবে মজুত করে রাখা টিএসপি ৩৩০ বস্তা, ডিএপি ২৪৯ বস্তা, ইউরিয়া ৩৭৩ বস্তা এবং এমওপি ৫৮ বস্তা সার জব্দ করা হয়।

অবৈধভাবে মজুত করে রাখা হাজার বস্তা সার জব্দ

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ প্রমুখ।

হুসাইন মালিক/এসআর/জেআইএম