গরু চুরি করে প্রাইভেটকারযোগে পালানোর চেষ্টা, পরে আটক
চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে প্রাইভেটকারযোগে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক। পরে গরু ও চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেফতার যুবকের নাম রিয়াদ হোসেন (২৫)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার ৭ নম্বর ওলামাবাজার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের চরচান্দিয়া গ্রামের হাসান উল্লাহর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামের বাসিন্দা শাহজাহান সুমন। মঙ্গলবার রাত ২টার দিকে তার গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়ে যায়। চোর গরুটি নিয়ে প্রাইভেটকারযোগে পালাচ্ছিলেন। এসময় স্থানীয়রা ধাওয়া দেন। ধাওয়ার একপর্যায়ে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মামা ফকির আস্তানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। পরে স্থানীয়রা ওই যুবককে ধরে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এসময় প্রাইভেটকারের চালক ও আরও ২-৩ জন পালিয়ে যান।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, আটক যুবকসহ পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।
এম মাঈন উদ্দিন/এসআর/এমএস