ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলের ৩ আরোহীর
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাটের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি নওগাঁয় বলে জানা গেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাটের কালিতলা এলাকায় একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থালেই তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস