ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় নতুন বই পেলো চতুর্থ-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

বগুড়ায় চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে তিন চারটি করে বই বিতরণ করা হয়েছে। মাদরাসা শিক্ষার্থীদের জন্য কিছু বই পাওয়া গেলেও মাধ্যমিক এবং কারিগরি শিক্ষার্থীদের জন্য কোনো বই পাওয়া যায়নি। বুধবার (১ জানুয়ারি) সকালে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়।

বগুড়ার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা রয়েছে প্রায় ৮১ লাখ পিস। এরমধ্যে প্রাথমিকে ১৮ লাখ ৯০ হাজার এবং মাধ্যমিকসহ ইবতেদায়ি, দাখিল, ইংরেজি ভার্সন এবং কারিগরি মিলিয়ে বইয়ের চাহিদা রয়েছে ৬২ লাখ ১৯ হাজার ৬৯৪টি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, জেলার ৯৮৮ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, কারিগরি ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ৬২ লাখ ১৯ হাজার ৬৯৪টি বইয়ের প্রয়োজন। এরমধ্যে মাদরাসার একটি শ্রেণির কিছু বই এলেও মাধ্যমিক ও কারিগরি শিক্ষার্থীদের জন্য কোনো বই এখনো আসেনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন জানান, জেলার কয়েকটি উপজেলায় বিতরণের জন্য প্রাথমিকের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কিছু বই গতকালই তারা পেয়েছেন। ইতোমধ্যে বইগুলো বিভিন্ন উপজেলার স্কুলে স্কুলে পৌঁছে গেছে। শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই পেয়ে খুশি। তারা ভালোভাবে পড়াশোনা করবে।

বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহমিনা বেগম জানান, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কিছু বই বিতরণ করা হয়েছে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের বই এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে।

এলবি/জেডএইচ/এমএস