ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

থার্টি ফার্স্ট নাইট

আতশবাজিতে বাধা দেওয়ায় ৩ বোনের লাঞ্ছনার শিকার ভাড়াটিয়া

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে আতশবাজিতে বাধা দেওয়ায় কুমিল্লায় রবিউল আলম নামের এক ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন একই ভবনের কয়েকজন ভাড়াটিয়া নারী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নগরীর রেসকোর্স ধানমন্ডি এলাকায় একটি ভবনে এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী রবিউল আলম জেলার নাঙ্গলকোট উপজেলার শামিরখিল এলাকার মাহবুবুল হকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

লাঞ্ছনার শিকার রবিউল আলমের ভাষ্যমতে, ছয়তলা ওই ভবনের পঞ্চম তলায় তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং দুই শিশু সন্তানকে নিয়ে রাত ১১টায় ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে ছাদের ওপর থেকে বিকট শব্দে আতশবাজির আওয়াজ আসে। ওই আওয়াজ শুনে তার স্ত্রী ও দুই শিশু সন্তান ঘুম থেকে আঁতকে ওঠেন এবং দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। পরে রবিউল ইসলাম বাসা থেকে এ বিষয়ে কথা বললে ভাড়াটিয়া তিন বোন বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা রবিউলের বাসায় ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ গেলে তারা পালিয়ে যান।

তিনি আরও বলেন, আমার ওপর হামলার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করায় তারা আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস