ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছদ্মবেশে দুদকের অভিযান

রোগীপ্রতি বরাদ্দ ১৫০ গ্রাম মাংস, দেওয়া হচ্ছিল মাত্র ৩০ গ্রাম!

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

শরীয়তপুর সদর হাসপাতালে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় রোগীদের মাংস কম দেওয়াসহ বেশ কিছু অনিয়ম উঠে আসে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী হাসপাতালে অভিযান পরিচালনা করেন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু।

রোগীপ্রতি বরাদ্দ ১৫০ গ্রাম মাংস, দেওয়া হচ্ছিল মাত্র ৩০ গ্রাম!

দুদক কর্মকর্তারা জানান, অভিযোগের ভিত্তিতে সকালে রোগীর ছদ্মবেশে হাসপাতাল পরিদর্শনে আসেন দুদকের দুই সদস্য। এসময় দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চিকিৎসা ফি পাঁচ টাকার জায়গায় ১০ টাকা নেওয়াপ হচ্ছে। পরে তারা হাসপাতালের ওষুধের স্টোররুম, বিতরণকক্ষ এবং রন্ধনশালা পরিদর্শন করেন। এসময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ এবং পরিমানে কম দেওয়ার বিষয়টি উঠে আসে। স্টোররুমে রোগীদের সরবরাহকৃত ওষুধে গরমিলসহ নানা অনিয়মের সত্যতা পায় দুদক। অনিয়মের বিষয়গুলো সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের কাছে তুলে ধরেন তারা।

রোগীপ্রতি বরাদ্দ ১৫০ গ্রাম মাংস, দেওয়া হচ্ছিল মাত্র ৩০ গ্রাম!

দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু বলেন, হাসপাতালে রোগীদের জন্য যে খাবার সরবরাহ করা হচ্ছিল তা মানসম্মত নয়। ১৫০ গ্রাম করে মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও আমরা পরিমাপ করে সেখানে মাত্র ৩০ গ্রাম পাই। ওষুধ স্টোরেও অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিধান মজুমদার অনি/এসআর/এমএস