ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

থার্টি ফাস্ট নাইটে গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি/পটকা ফুটানো, ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, থার্টি ফাস্ট নাইটে খুলনা মেট্রোপলিটন এলাকায় বিশৃঙ্খলা রোধে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত সব ধরনের গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি/পটকা ফুটানো, ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ অভিযান পরিচালনা করবে, অবৈধ বিষাক্ত মদ পান করে কোনো প্রাণহানি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিহ্নিত মাদকস্পট, হোটেল/রেস্তোরাঁতে নজরদারি জোরদার করা হয়েছে। জেলায় সব বার/ক্লাব বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসায়ীদের অপতৎপরতা রোধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা সজাগ রয়েছি।

মো. আরিফুর রহমান/আরএইচ/এএসএম