মাগুরা
বীর মুক্তিযোদ্ধাকে সভাপতি করে জামায়াতের অমুসলিম শাখার কমিটি
মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহাকে সভাপতি ও উত্তম কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের আল আমিন ট্রাস্ট কমপ্লেক্সে ২০২৫-২৬ সেশনের ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম বি বাকের। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।
অমুসলিম বিভাগের সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য লিয়াকত আলী খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সাইফুল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, সদস্য খোন্দকার আইয়ুব আলী, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোল্লা মিজানুর রহমানসহ প্রমুখ।
এসআর/এএসএম