ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে যুবলীগকর্মীকে হাতুড়িপেটা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরের সালথায় ইকরাম মাতুব্বর (৩৪) নামের এক যুবলীগকর্মীকে হাতুড়িপেটায় আহত করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ ঘটনা ঘটে।

আহত ইকরাম মাতুব্বর গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মাতুব্বরের ছেলে। ইসহাক মাতুব্বর গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে আহত ইকরাম মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ইকরাম মাতুব্বর রসুলপুর হাটে পেঁয়াজের কালি বিক্রি করে বালিয়াগট্টি বাজারে আসেন। ওই বাজারে একটি হোটেলে রুটি খাওয়ার জন্য বসলে পাটপাশা বালিয়া গ্রামের আরিফ, আসলাম, দুলালসহ কয়েকজন যুবক তাকে হাতুড়িপেটা করেন। এসময় তাকে লোহার রড দিয়ে পায়ে আঘাত করেন। এতে তার ডান পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়।

আহত ইকরাম মাতুব্বরের বাবা ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসহাক মাতুব্বর অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে আপাতত কোনো রাজনীতি করে না। পাটপাশা বালিয়া গ্রামের আরিফ, আসলাম, দুলালসহ কয়েকজন লোক আমার ছেলেকে পূর্ব বিরোধের জের ধরে হাতুড়িপেটা করে। রড দিয়ে পিটিয়ে আহত করেছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আরিফ, আসলাম ও দুলালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস