নোয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
নোয়াখালীর সূবর্ণচরে অবৈধ একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে ওই ভাটার কিলন ও চিমনি ভেঙে অকেজো করে দেওয়া হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় চর আমানউল্লাহ ইউনিয়নের যমুনা ব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে এ অভিযান চালানো হয়।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে কার্যক্রম চালাচ্ছিল যমুনা ব্রিক। তাদের বার বার তাগিদ দেওয়ার পরও আইনের বিষয়টি তোয়াক্কা করেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পরিবেশের ক্ষতি করে এমন কোনো স্থাপনার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও জানান অধিদপ্তরের এ কর্মকর্তা। অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম