ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই বন্ধুর

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের উচিৎপুর বাজারে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, দিনাজপুর সদর উপজেলার খোদ মাধবপুর মিস্ত্রী পাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে জিয়ারুল রহমান (২৫) ও শশরা ইউনিয়নের ডাইলার মোড় এলাকার আবেদ মুন্সির ছেলে আব্দুল্লাহ (২৪)।

আব্দুল্লাহ পেশায় অ্যাম্বুলেন্সচালক এবং জিয়ারুল রহমান হাসকিং মিলেন মিস্ত্রি ছিলেন।

নিহত জিয়ারুল রহমানের প্রতিবেশী লিটন হোসেন আকাশ জানায়, সম্প্রতি দুই বন্ধু মিলে একটি মোটরসাইকেল কিনেন। শনিবার রাতে তারা পার্বতীপুর উপজেলায় জনৈক বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যান। ফেরার পথে চিরিরবন্দর উপজেলার উচিৎপুর বাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন সড়কে ছিটকে পড়ে দুই বন্ধু মারা যান।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম