ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জের ঘিওরে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মোজাফফর আলী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর ওই গ্রামের হেকমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে মোজাফফরের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। দুপুরে রহমান সীমানার খুঁটি তুলতে গেলে বাধা দেন মোজাফফর। এতে ক্ষিপ্ত হয়ে মোজাফফরকে রড দিয়ে পেটান। এসময় ঘাড়ে রড দিয়ে আঘাত করলে প্রাণ হারান মোজাফফর। ঘটনার পর পরিবারের সদস্যসহ পালিয়ে গেছেন আব্দুর রহমান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. সজল আলী/জেডএইচ/এএসএম