ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিবাদ থামাতে গিয়ে হামলায় যুবদল নেতা নিহত

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে প্রেম সংক্রান্ত ঘটনার জেরে বিবাদ ঠেকাতে গিয়ে হামলায় পৌর যুবদলের আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. বিপুলসহ (৩৬) বেশ কয়েকজন নেতাকর্মী।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের দয়ালপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উলিপুর থানা চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিনদিন আগে উলিপুরে নাগড়াকুড়া এলাকায় প্রেম সংক্রান্ত ঘটনায় তাসভীর গ্রুপের লোকজন ও স্থানীয়রা এক ছেলেকে আটকে রাখে। পরে ছেলের বাবা খালেক গ্রুপের লোকজন নিয়ে উদ্ধারে যান। ছেলে-মেয়ে দুজনই নাবালক হওয়ায় তাদেরকে ছেড়ে দেয় পরিবারের লোকজন। খালেক গ্রুপের লোকজন ওই বাড়িতে গিয়ে ছেলেকে না পেয়ে স্থানীয়রা তাসভীর গ্রুপের লোকজনের নামে চাঁদাবাজি মামলা দেওয়ার জন্য ছেলের বাবাকে নিয়ে থানায় যান। চাঁদাবাজি মামলা ঠেকাতে গিয়ে থানা চত্বরের পাশে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তাসভীর গ্রুপ। এসময় আশরাফুল বিবাদ থামাতে গেলে খালেক গ্রুপের লোকজন আশরাফুলকে ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে বেধড়ক মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। মৃত্যর খবরে উত্তিজিত নেতাকর্মীরা রাতে খালেক গ্রুপের ৩-৪টি ঘরবাড়ি ও খাবারের হোটেল ভাঙচুর করে।

আহত রাজিব বলেন, ইউনিয়ন পর্যায়ে একটি ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। আমরা আশরাফুল ইসলামের হত্যার বিচার দাবি করছি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আমি ছুটিতে ছিলাম। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/এফএ/এএসএম