ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কাঁচামালের আড়ত বন্ধের দাবি

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের অবৈধ কাঁচামালের আড়ত বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সাটুরিয়া উপজেলার কামতা এলাকার কামতা-গোলড়া কাঁচামালের আড়তের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন কাজী কাওসার, মেহরাব খানসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের লোকেরা এখনো আত্মগোপনে থেকে বিভিন্ন লোক দিয়ে এই আড়ত পরিচালনা করছেন। দ্রুততম সময়ের মধ্যে এটি বন্ধ করতে হবে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘কাঁচামালের আড়তের বিষয়ে আমি কিছু জানতাম না। খোঁজ নিয়ে দেখবো। যদি অবৈধ হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

সজল আলী/এসআর/এএসএম