ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কে উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার সদর থানাধীন বাহাদুরপুর গ্রামের খুরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লাভলী আক্তার (১৮)। তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত অপর দুইজনের নাম জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নেত্রকোনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে গাছতলা এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত অবস্থায় আরও চারজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম