ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আ’লীগ সরকার তাসের ঘরের মতো ধসে পড়েছে: প্রিন্স

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২৪

তাসের ঘরের মতো আওয়ামী সরকার ধসে পড়েছে বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের নয়, বিএনপি সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের দল। যারা বিএনপি সম্পর্কে মিথ্যাচার করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। মিথ্যায় দাঁড়িয়ে কোনো দল বা সরকার টিকে থাকতে পারে না, পালিয়ে যেতে হয়। আওয়ামী লীগও পারেনাই। তাসের ঘরের মতো আওয়ামী সরকার ধসে পড়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামবাসী আয়োজিত খৃস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের উৎসবে এসব কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, বিএনপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতি এবং সকল ধর্মের স্বাধীনতা, মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশ্বাসী। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপির এই বিশ্বাস প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করলে গারো, হাজংসহ সকল নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে পৃথক অধিদফতর প্রতিষ্ঠা করা হবে। হালুয়াঘাট ও ধোবাউড়ার গারো জনগোষ্ঠীর কৃষ্টি, কালচার, ইতিহাস ও ভাষা তুলে ধরতে পৃথক জাদুঘর স্থাপন করা হবে।

এ সময় গারো আদিবাসী নেতা সুবন্ত রখো, সমুয়েল চিরান, পৃথ্বীশ ঘাগ্রা, শিমোন বনোয়ারী, দীপক রিছিল, সুব্রত রেমা, প্রশান্ত কুমার সিংহ, হাজং নারায়ণ রায়, লিভিংস্টোন চাম্বুগং, সুমিত্রা মানকিন, অলিভিয়া রেমা, মিন্টু চিরান, দীপা রানী রায়, সুপ্রিনা ম্রং, কনিকা সরকার, রীতা রায়, সতীপ আরেং, নিখিল চন্দ্র বিশ্বাস, উত্তরণ নাফাক, শ্যামল ক্ষত্রিয়, বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম