ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে গ্রামীণ খেলা দেখতে উৎসুক জনতার ভিড়

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামীণ এসব খেলাধুলা দেখতে উৎসুক জনতা ভিড় করছে।

স্থানীয়রা জানায়, তিন বছর ধরে গ্রামীণ বিভিন্ন খেলা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে দুর্বার তারুণ্য বাংলাদেশ ও শহিদ ডা. ছফর উদ্দীন স্মৃতি সংঘ। প্রতিযোগিতায় চোখ বেঁধে হাঁস ধরা, পানিতে বালিশ যুদ্ধ, তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা, হাড়িভাঙ্গা, সাঁতার, বস্তা দৌড়, বিস্কুট দৌড় ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামে গ্রামীণ খেলা দেখতে উৎসুক জনতার ভিড়

অনুষ্ঠানে বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ মাহফুজার রহমান খন্দকার, বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের প্রতিনিধি এম. এ সাঈদ মিয়া, বিএনপি নেতা খলিলুর রহমান, দুর্বার তারুণ্য বাংলাদেশ ও শহিদ ডা. ছফর উদ্দীন স্মৃতি সংঘের সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম